হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের বাজারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭ 

ইউক্রেনের একটি বাজারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, এই হামলা বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহরের একটি বাজারে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা এই হামলাকে বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছেন। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শ্যামিহাল রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি এই হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়ে বলেছেন, ‘রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের কখনোই ক্ষমা করা হবে না, শান্তিতেও থাকতে দেওয়া হবে না।’ যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে তিনি আরও বলেছেন, ‘সবকিছুরই উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।’ 
 
রাশিয়া বিগত কয়েক মাস ধরেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালালেও এতে এত বেশ প্রাণহানির ঘটনা খুবই বিরল। এর আগে চলতি বছরের এপ্রিলে রুশ হামলায় বেশ কয়েকজন শিশুসহ ২৩ জন নিহত হয় উমান নামে একটি শহরে। তারও আগে, নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়। 
 
কস্তিয়ান্তিনিভকা রাশিয়া-ইউক্রেনের মধ্যকার গুরুত্বপূর্ণ রণক্ষেত্র বাখমুতের বেশ কাছাকাছি। তাই শহরটিতে সামরিক বাহিনীর সদস্য উপস্থিতি ব্যাপক। তবে হামলার ঠিক আগের বলে দাবি করে একটি ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাতে দেখা যাচ্ছে, হামলার ঠিক আগে বাজারটিতে বেসামরিক লোকজন ঘুরে বেড়াচ্ছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট