হোম > বিশ্ব > ইউরোপ

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাবে রাশিয়া

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে ‘সম্মত’ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বরাতে শুক্রবার (৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির আওতায় রুশ প্রেসিডেন্ট পুতিন আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে সম্মত হয়েছেন।

শুক্রবার ইস্তাম্বুলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় এরদোয়ান বলেন, ফোনালাপে জিবুতি, সোমালিয়া এবং সুদানের মতো দেশে রাশিয়া বিনা মূল্যে শস্য পাঠাবে বলে আশ্বস্ত করেছেন পুতিন।

রাশিয়া শস্য চুক্তিতে ফেরার দুদিন পরেই এ বক্তব্য দিলেন এরদোয়ান। এর আগে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলাকে কেন্দ্র করে শস্য চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। পরে তারা গত ২ নভেম্বর ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানায়।

পুতিন বলেন, রাশিয়া যদি ফের চুক্তি থেকে সরেও আসে তাহলেও ‘দরিদ্র দেশগুলোতে’ বিনা মূল্যে শস্য রপ্তানি অব্যাহত রাখা হবে। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন