হোম > বিশ্ব > ইউরোপ

করমর্দনের জন্য হাত বাড়ালেন মোদি, ফিরেও তাকালেন না মাখোঁ

ফ্রান্স ও ভারতের সহ-সভাপতিত্বে তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আনাদোলু এজেন্সি

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এক হয়েছিলেন ৬০টি দেশের শীর্ষ নেতারা। ফ্রান্স ও ভারতের সহ–সভাপতিত্বে এই তৃতীয় এআই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, করমর্দন করতে হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে উপেক্ষা করেছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট মাখোঁ অতিথিদের চেয়ারে বসা বিশ্ব নেতাদের সঙ্গে একে একে করমর্দন করছেন। প্রেসিডেন্ট মাখোঁ আসনের কাছে এলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর হাত বাড়িয়ে দেন। কিন্তু মাখোঁ তাঁকে উপেক্ষা করে পাশের ও পেছনের সারিতে থাকা অন্য নেতাদের সঙ্গে করমর্দন করেন। মোদির দিকে না তাকিয়ে অন্য অতিথিদের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন মাখোঁ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনসহ অন্য নেতাদের সঙ্গেও মাখোঁকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

এক্স–এ ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘প্যারিস এআই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করমর্দনের আগ্রহকে উপেক্ষা করেছেন।’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফ্রান্স বা ভারতের পক্ষ থেকে কেউ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে নেটাগরিকদের কেউ কেউ এটিকে ‘কূটনৈতিক অপমান’ হিসেবে দেখছেন, আবার অন্যরা মনে করছেন, এটি সম্ভবত অনিচ্ছাকৃত।

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, ভিডিওটি সত্য হলেও ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে, উভয় নেতা আগেই করমর্দন করেছিলেন। এই ভিডিও ধারণ করার পরে তাঁরা একসঙ্গে সম্মেলন কক্ষে প্রবেশ করে অন্য নেতাদের শুভেচ্ছা জানান।

‼️ Kremlin spreads another fake "scandal"

Russian propaganda have circulated a misleading, out-of-context video, claiming that French President Emmanuel Macron allegedly refused to shake hands with Indian Prime Minister Narendra Modi.

In reality, they had already shaken hands… pic.twitter.com/Ugvi3fCYZ2

— NEXTA (@nexta_tv) February 11, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার প্যারিসে পৌঁছানোর পর থেকেই প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদি। মাখোঁ বিশ্ব নেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন, যেখানে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে।

এর আগে, এআই অ্যাকশন সম্মেলনের সমাপনী বক্তব্য দেন নরেন্দ্র মোদি। এই অধিবেশনে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন মোদি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অংশীজনদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য উভয় ক্ষেত্রে ঐক্য রয়েছে। এই অ্যাকশন সম্মেলনের গতি বজায় রাখতে ভারত পরবর্তী সম্মেলন আয়োজন করতে আগ্রহী।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা