হোম > বিশ্ব > ইউরোপ

বেলারুশে নোবেল বিজয়ী মানবাধিকারকর্মীর ১০ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াটস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দাঙ্গায় অর্থায়নের অভিযোগে গতকাল শুক্রবার মিনস্ক আদালত তাঁকে এইি কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। 

মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রশংসনীয় কাজ করায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াটস্কি। তিনি ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। দাঙ্গায় অর্থায়ন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিয়ালিয়াটস্কি ও তাঁর তিন সহকর্মীকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, অপর তিন আসামিকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। বিয়ালিয়াটস্কি তাঁর বিরুদ্ধ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সোভিয়াতলানা সিসখানৌস্কায়া টুইটার পোস্টে বলেছেন, ‘বিয়ালিয়াটস্কি ও অন্য তিন কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এই লজ্জাজনক অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে এবং তাদের মুক্ত করতে হবে।’ 

কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন কর্মী হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির লাবকোভিচ ও দিমিত্রি সলোভিয়ভ। এদের মধ্যে ভ্যালেন্টিন স্টেফানোভিচকে ৯ বছর, ভ্লাদিমির লাবকোভিচকে ৭ বছর ও দিমিত্রি সলোভিয়ভকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ভ্লাদিমির লাবকোভিচ আদালতে উপস্থিত ছিলেন না।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক এই বিচারকে ‘প্রহসনমূলক বিচার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বেলারুশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। সেখানে ন্যায়বিচারের অভাব রয়েছে।

উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগ রয়েছে বিয়ালিয়াটস্কির বিরুদ্ধে। যদিও সে সময় তিনি কারাগারে বন্দী ছিলেন।

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা