হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাজ্যের শীর্ষ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি, ওরলা গুয়েরিন, নিক রবিনসন ও নিক বেক। মহাপরিচালক টিম ডেভিও এই তালিকায় রয়েছেন। এ ছাড়া স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকেরাও আছেন রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায়। 

বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, বিবিসি স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ অব্যাহত রাখবে। 

এরই মধ্যে রাশিয়া কয়েক শ ব্রিটিশ এমপিকে নিষিদ্ধ করেছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকা আরও দীর্ঘ হবে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় ২৯ সাংবাদিকসহ মোট ৪৯ জন রয়েছেন। তাঁরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার তালিকায় থাকা সাংবাদিকেরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবং দনবাসের ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একতরফা তথ্য প্রচারের সঙ্গে জড়িত। 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার