হোম > বিশ্ব > ইউরোপ

রণক্ষেত্রের পরিস্থিতি অত্যন্ত কঠিন: ইউক্রেনের নতুন সেনাপ্রধান

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে রণক্ষেত্রের পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের নতুন সেনাপ্রধান অলেক্সান্দর সিরস্কি। যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য পাঠাতে দেরি করায় কিয়েভের সৈন্যরা কত দিন যুদ্ধে টিকে থাকতে পারবে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রটির অবস্থান গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে খুব একটা পরিবর্তিত হয়নি। গত বছর পাল্টা আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কিয়েভ। এরপর রক্ষণাত্মক কৌশলেই ফিরে যেতে বাধ্য হয় ইউক্রেনীয় বাহিনী। তাদের সামরিক নেতারা স্বীকার করেছেন যে, জনবল সুবিধায় রাশিয়া এগিয়ে আছে।

এই সতর্কবার্তাটি এসেছে এমন এক সময়ে যখন কৃষ্ণ সাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে কিয়েভ। রাশিয়ার নৌ বহরে ইউক্রেনের সফল হামলার এটিই সর্বশেষ ঘটনা।

ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্দর সিরস্কি বলেন, ‘যুদ্ধক্ষেত্রের পরিবেশ অত্যন্ত জটিল এবং প্রচুর চাপ রয়েছে। রুশ দখলদাররা তাদের হামলার তীব্রতা বাড়ানো অব্যাহত রেখেছে এবং তাদের সেনার সংখ্যাও বেশি। তারা এদিক দিয়ে সুবিধা পাচ্ছে।’

ইউক্রেনের প্রাক্তন সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির স্থলাভিষিক্ত হওয়ার পর এই প্রথমবারের মতো রণক্ষেত্র পরিদর্শনে গেলেন অলেক্সান্দর সিরস্কি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে আভদিভকার চারপাশে যুদ্ধরত সৈন্যদের পরিদর্শন করেন নতুন সেনাপ্রধান। উল্লেখ্য, রুশ বাহিনী আভদিভকা শহরটি দখলের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গত বৃহস্পতিবার তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কির সঙ্গে মতবিরোধের কারণে তাকে পদচ্যুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত অবস্থায় বিগত পুরোটা সময় জালুঝনি যখন ইউক্রেনের সেনাপ্রধানের দায়িত্ব পালন করছিলেন, সিরস্কি তখন সম্মুখ সমরে দেশটির স্থলবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। গত বছরের জুনে সিরস্কির বিষয়ে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, জালুঝনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও ইউক্রেনের ভাগ্য যার কাঁধে ছিল তিনিই সিরস্কি।

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি