ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার কর্মকর্তারা। বিদ্যুৎকেন্দ্রটির ইউক্রেনীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা এনার্জোঅ্যাটম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, রাশিয়ার কর্মকর্তারা নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন।
এর আগে, প্রায় সপ্তাহখানেক আগে রুশ বাহিনী পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নেয়।
এনার্জোঅ্যাটম বিবৃতিতে বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম থেকে ১১ জন লোক শুক্রবার প্ল্যান্টে এসেছিলেন। সেই দলে এক প্রতিনিধি বলেছেন—প্ল্যান্টটি এখন থেকে রোসাটমের নিয়ন্ত্রণেই চলবে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিদ্যুৎকেন্দ্রটির বিকিরণ সুরক্ষা নিশ্চিতে এবং যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতি সামলে নিতে সহায়তা করার জন্য ওই দলটি পাঠানো হয়েছে।’