ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে দায়িত্ব পালনের সময় ব্র্যান্ড রেনড এক মার্কিন সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনার জবাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যথাযথ পরিণতি চাপিয়ে দেবে। মৃত্যুর খবর ছিল বিস্ময়কর এবং ভয়ংকর।
সুলিভান জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে আলোচনা করবে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুরস্কারজয়ী ওই সাংবাদিকের নাম ব্র্যান্ড রেনড (৫২)। ইরপিন শহরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে রুশ বাহিনী গুলিবর্ষণ করলে তাতে বিদ্ধ হন তিনি। তাঁর সঙ্গে থাকা আরেক সাংবাদিক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু করে। এরপর এই প্রথম কোনো বিদেশি সাংবাদিক নিহত হলেন।