হোম > বিশ্ব > ইউরোপ

ইংলিশ চ্যানেলে রুশ জাহাজ আটক

রাশিয়ার পণ্যবাহী এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স। শনিবার ইংলিশ চ্যানেলে ওই জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। পরে জাহাজটিকে ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। 

ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটক করা হয়েছে। 

ফরাসি নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাল্টিক লিডার’ নামে গাড়ি পরিবহনকারী ১২৭ মিটার দীর্ঘ ওই রুশ পণ্যবাহী জাহাজটিকে ফরাসি নৌবাহিনী চ্যানেলে রাতারাতি আটক করেছে এবং উত্তর ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে বন্দরে নেওয়া হয়েছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি কোস্ট গার্ড বর্তমানে কার্গো জাহাজটির তদন্ত করছে।’ আটকের সময় ‘বাল্টিক লিডার’ জাহাজের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলেও জানান ওই কর্মকর্তা। 

এ দিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ফ্রান্স কর্তৃক রুশ জাহাজ আটকের ঘটনায় রুশ দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন