হোম > বিশ্ব > ইউরোপ

ইংলিশ চ্যানেলে রুশ জাহাজ আটক

রাশিয়ার পণ্যবাহী এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স। শনিবার ইংলিশ চ্যানেলে ওই জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। পরে জাহাজটিকে ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। 

ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটক করা হয়েছে। 

ফরাসি নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাল্টিক লিডার’ নামে গাড়ি পরিবহনকারী ১২৭ মিটার দীর্ঘ ওই রুশ পণ্যবাহী জাহাজটিকে ফরাসি নৌবাহিনী চ্যানেলে রাতারাতি আটক করেছে এবং উত্তর ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে বন্দরে নেওয়া হয়েছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি কোস্ট গার্ড বর্তমানে কার্গো জাহাজটির তদন্ত করছে।’ আটকের সময় ‘বাল্টিক লিডার’ জাহাজের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলেও জানান ওই কর্মকর্তা। 

এ দিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ফ্রান্স কর্তৃক রুশ জাহাজ আটকের ঘটনায় রুশ দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার