হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ১১৫, গ্রেপ্তার ৪ অস্ত্রধারীসহ ১১ জন

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে অবস্থিত ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫। এদের মধ্যে গুলির আঘাতে অনেকেই যেমন মারা গেছে, তেমনি কনসার্ট হলে অগ্নিকাণ্ডেও মারা গেছে বেশ কয়েকজন। আজ শনিবার ক্রেমলিন বলেছে, এই হামলায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

এফএসবি নিরাপত্তা পরিষেবার প্রধান আলেক্সান্ডার বোর্টনিকভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে অস্ত্রধারী ‘চার সন্ত্রাসী’ রয়েছে এবং এফএসবি তাদের সহযোগীদের শনাক্ত করার কাজ করছে।

এফএসবি আরও বলেছে, চার সন্দেহভাজন বন্দুকধারীকে ইউক্রেনের সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ইউক্রেনে যোগাযোগ ছিল। গ্রেপ্তারকৃতদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে।

রাশিয়া অবশ্য এখনো সন্দেহভাজন অস্ত্রধারীদের সঙ্গে ইউক্রেনের সংযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক গতকাল শুক্রবার বলেছেন যে, গতকালের হামলার সঙ্গে কিয়েভের কোনো যোগসূত্র নেই।

ইসলামিক স্টেট-খোরাসান বা আইএসকে এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট-খোরাসান টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এই দাবি করেছে। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’-এর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ওই ভিডিওটি।

ভিডিওটিতে হামলার দায় স্বীকার করে আইএস। তবে কীভাবে তারা হামলা চালিয়েছে বা কারা এতে যুক্ত ছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি।

রুশ আইনপ্রণেতা আলেক্সান্ডার খিনশটাইন বলেছেন, সন্দেহভাজন হামলাকারীরা একটি রেনল্ট গাড়িতে করে পালাচ্ছিল। গতকাল রাতে মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে পুলিশ তাদের দেখে থামতে বলেছিল। তবে থামার নির্দেশ অমান্য করেছিল সেই গাড়ি। এরপর গাড়িটি ধাওয়া করে দুজনকে আটক করা হয় এবং অন্য দুজন জঙ্গলে পালিয়ে যায়। ক্রেমলিন এরপর বলেছে যে, পালিয়ে যাওয়া দুজনকেও পরে আটক করা হয়েছে।

খিনশটাইন বলেন, গাড়িতে একটি পিস্তল, একটি অ্যাসল্ট রাইফেলের একটি ম্যাগাজিন এবং তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে। মধ্য এশিয়ার রাষ্ট্র তাজিকিস্তান মূলত মুসলিম প্রধান দেশ, যা আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

এদিকে এই হামলার পর রাশিয়া বিমানবন্দর, পরিবহন কেন্দ্র এবং রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাতিল করা হয়েছে দেশজুড়ে সব বড় আকারের জমায়েতের সব অনুষ্ঠান।

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান