ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধে রাশিয়ার ৪৮টি বিমান, ৩০৩টি ট্যাংক, ৮০টি হেলিকপ্টার এবং হাজারের বেশি অস্ত্রসজ্জিত গাড়ি ধ্বংস করা হয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে হতাহতের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ৪৯৮ রুশ সেনা নিহত এবং ১৫০০ জনেরও বেশি আহত হয়েছে।
এই দুই প্রতিবেদনরই সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।