হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চায় তুরস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ব্যাপারে তুরস্ক এখনো প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তিনি সাংবাদিকদের কাছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সমরখন্দ সামিটে যোগ দিতে উজবেকিস্তানে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়াকে অবিরাম আক্রমণ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য এসব আক্রমণ দারুণভাবেই প্রতিহত করছে।’ তবে কী ধরনের আক্রমণ, সে ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি বলে টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে। 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মস্কোর ওপর নানা ধরনের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে তারা। 

এরদোয়ান বলেছেন, এখানে কীভাবে একটি শান্তি করিডর স্থাপন করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। যেমন এর আগে আমরা শস্য করিডর নিয়ে কাজ করেছি। আমি মনে করি, এর জন্য সর্বোত্তম উপায় হচ্ছে শান্তি আলোচনা করা। এ ক্ষেত্রে ইউক্রেনের দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। 

ন্যাটোর সদস্য তুরস্ক এ বছরের শুরুতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছিল। এ ছাড়া কৃষ্ণসাগরের বন্দর থেকে ইউক্রেনের শস্য রপ্তানি পুনরায় শুরু করার ব্যাপারে একটি চুক্তি করতে তুরস্ক ও জাতিসংঘ মধ্যস্থতা করেছিল। এই চুক্তি যত দিন সম্ভব চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন এরদোয়ান। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখল করা ইউক্রেনের সমস্ত অঞ্চল ছেড়ে দিলেই কেবল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা হতে পারে, তার আগে নয়। শান্তি আলোচনার জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে চাপ দিচ্ছে এমন খবরও তো অস্বীকার করেছেন। 

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি