হোম > বিশ্ব > ইউরোপ

আমাদের হয়ে ‘নোংরা কাজটা’ করে দিচ্ছে ইসরায়েল: জার্মান চ্যান্সেলর

আজকের পত্রিকা ডেস্ক­

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস। ছবি: এএফপি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস।

কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’

ম্যার্ৎস আরও বলেন, ‘আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতৃত্ব যে সাহস দেখিয়েছে, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’

জি৭ সম্মেলনে জার্মানির ওয়েল্ট টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যার্ৎস দাবি করেন, ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলো দেশটির নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে।

ম্যার্ৎসের ভাষায়, গত কয়েক দিনের হামলায় মোল্লাতন্ত্রের শক্তি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আগের অবস্থানে ফেরার খুব একটা সম্ভাবনা নেই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে ইরানের হামলায় ২৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থকদের একজন। এমনকি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের সময়ও জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি