হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ, নিহত অন্তত ৮ 

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এতে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকাল আটটার পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বিবিসি জানায়, গণমাধ্যমটির কিয়েভ সংবাদদাতা যখন টেলিভিশনে সরাসরি খবর দিচ্ছিলেন তখনো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হামলায় হতাহতের পাশাপাশি বেশ কিছু যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানিয়েছেন, শহরের বেশ কিছু অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

রাজধানীর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, কিয়েভের ওপর রাশিয়ার বিমান হামলা শেষ হয়নি। সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানী কিয়েভ ছাড়াও অন্যান্য কয়েকটি শহরেও হামলা হয়েছে। ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং হামলা অব্যাহত রয়েছে।

গত কয়েক মাসে কিয়েভে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ কিয়েভের আশপাশে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। কিন্তু এবারের হামলা কিয়েভের মূল কেন্দ্রের কাছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শনিবার (৮ অক্টোবর) রাশিয়া-ক্রিমিয়া সংযোগকারী একমাত্র সেতুতে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হন। এ বিষয়ে আজ নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট