হোম > বিশ্ব > ইউরোপ

নিজেদের কমান্ডারকে হত্যা করল হতাশ রুশ সেনারা

ইউক্রেন যুদ্ধে হতাশ হয়ে নিজেদের কর্নেল পদের কমান্ডারকে হত্যা করল রুশ সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে রাশিয়ার ৩৭তম পৃথক গার্ড মোটর রাইফেল ব্রিগেডের প্রায় ৫০ ভাগ সেনা নিহত হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের শহর মাকারিভে এই ঘটনা ঘটে। রুশ সেনারা কর্নেল ইউরি মেদভেদেভকে ট্যাংক চাপ দিয়ে হত্যা করে। এরই মধ্যে মাকারিভ পুনর্দখল করে নিয়েছে। 

এদিকে পশ্চিমা কর্মকর্তারা দাবি করছেন, এখন পর্যন্ত সাতজন রুশ জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। সর্বশেষ মারা যাওয়া রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অংশের ৪৯তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন। 

বিবিসি জানায়, যুদ্ধ শুরু হওয়ার চার দিন পরই রেজানস্টেভ বলেছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ হবে।

রাশিয়া গত শনিবার ঘোষণা করেছে যে ইউক্রেনে তার সামরিক অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায়। 

সামরিক বিশ্লেষকেরা বলেছেন, রাশিয়ার নতুন লক্ষ্য দেখে মনে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিজয়ের দাবি সহজ করতে পারে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট