হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতি

বেসামরিক মানুষদের নিরাপদে স্থান ত্যাগের সুযোগ দিতে রাশিয়া এবার চারটি মানবিক করিডর খুলে দেওয়ার কথা জানিয়েছে। এ উপলক্ষে ইউক্রেনের চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কোভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিও একই খবর প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে রাশিয়া মানবিক করিডর খুলে দেবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সময় রুশ সেনারা শহর চারটিতে কোনো হামলা করবে না। 

যুদ্ধবিরতি ঘোষণা করা শহর চারটি হচ্ছে, কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডর খুলে দেওয়া হচ্ছে। 

তবে ইউক্রেনের কর্মকর্তারা এখনো যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি বলে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও শহর চারটিতে রুশ হামলা অব্যাহত রয়েছে। 

এর আগে মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তা ফলপ্রসূ হয়নি। আন্তর্জাতিক রেডক্রস জানায় মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে। 

এরই মধ্যে আজ তৃতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার