হোম > বিশ্ব > ইউরোপ

১ হাজার কিলোমিটার একাই পাড়ি দিল ইউক্রেনের এক বালক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তুমুল যুদ্ধের দিনে ১১ বছর বয়সী এক ইউক্রেনের বালক একা একাই প্রাণভয়ে ১ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাশের দেশ স্লোভাকিয়ায় পৌঁছে গেছে। সে যখন সীমান্তে পৌঁছায় তখন স্লোভাকিয়ার সীমান্তরক্ষীরা দেখেন, তার কাছে আছে শুধু একটি প্লাসিটের ব্যাগ, তার মায়ের নোট খাতা আর হাতে লেখা একটি টেলিফোন নম্বর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এগারো বছর বয়সী ওই বালক ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া থেকে স্লোভাকিয়ায় গেছে। গত সপ্তাহে রুশ বাহিনী ব্যাপক গোলাগুলির পর এখানকার একটি বিদ্যুৎকেন্দ্রের দখল নেয়। জাপোরিঝিয়া আতঙ্কপুরীতে পরিণত হয়। তখন প্রাণভয়ে সে পালাতে থাকে। তার সঙ্গে তার মা বাবা ছিল না, কারণ অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার জন্য তাদের ইউক্রেনে থেকে যেতে হয়েছে। 

এনডিটিভি আরও জানিয়েছে, ছেলেটির মা তাকে তার আত্মীয়দের খোঁজার জন্য স্লোভাকিয়াগামী একটি ট্রেনে উঠিয়ে দিয়েছিলেন। তার কাছে একটি প্লাস্টিকের ব্যাগ, একটি পাসপোর্ট এবং একটি ভাঁজ করা চিরকুট ছিল। 

এদিকে এক ফেসবুক পোস্টে স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতের সবচেয়ে বড় নায়ক সে। তার হাসি, নির্ভীকতা এবং দৃঢ়তা একজন সত্যিকারের নায়কের মতো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ছেলেটির কাছে থাকা ফোন নম্বর ও চিরকুটের লেখা থেকে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় থাকে। আত্মীয়দের কাছে ছেলেটিকে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি