ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার ইসরায়েলের পার্লামেন্টে ভিডিও মাধ্যমে ভাষণ দেবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পাশে খুব ঘনিষ্ঠভাবে থাকতে ইসরায়েলের আগ্রহ নেই বলে মনে হচ্ছে। তবে দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রাখার এবং ইউক্রেন-রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে।
জেলেনস্কি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেছেন। তিনি সবার কাছেই সহায়তা কামনা করেছেন।
ইসরায়েলের পার্লামেন্টে এখন অবকাশ চলছে। সংসদ ভবনে চলছে সংস্কারকাজ। এ কারণে একটি সংরক্ষিত জুম কলের মাধ্যমে সংসদ সদস্যদের সঙ্গে জেলেনস্কির আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া জেলেনস্কির ভাষণ তেল আবিব চত্বরে একটি বড় পর্দায় দেখানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি তাঁর ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাঁর দেশ যেভাবে লড়াই করছে, তাকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে এবং জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করবেন বলে অনেকে মনে করছেন।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইসরায়েল তুলনামূলকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রুশ আগ্রাসনের নিন্দা করলেও প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রাশিয়ার বিরুদ্ধে কিছু বলেননি। তবে এই সংঘর্ষে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন।