হোম > বিশ্ব > ইউরোপ

ডায়ানার বিখ্যাত সেই টায়রা কেন মাথায় দেননি পুত্রবধূরা

আজকের পত্রিকা ডেস্ক­

বিয়ের দিন টায়রা মাথায় প্রিন্সেস ডায়ানা। ছবি: সংগৃহীত

আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও সাজগোজ ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা। প্রশ্ন থেকে যায়, প্রিন্সেস ডায়ানার দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মাথায় রাজকীয় বিয়ের দিন কেন এই টায়রা ছিল না?

এই প্রশ্নের উত্তর অনেকটাই সরল। ‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা বলছেন, ‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না। এই কারণে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এটি পরেননি।’

তাহলে ডায়ানার মাথায় কীভাবে এল সেই টায়রা? এর উত্তরে ‘ইনস্টাইল’ ম্যাগাজিন জানিয়েছে, বিশেষ ওই টায়রার ইতিহাস ১৯১৯ সাল পর্যন্ত প্রসারিত। ডায়না এটি পরেছিলেন তাঁর বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে। ডায়ানার দাদি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এরপর এটি ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককরকোডেল ও লেডি জেন ফেলোয়েস তাঁদের বিয়ের দিনে পরেছিলেন। বাবা ও ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে ১৯৮১ সালে ডায়ানাও এটি পরেছিলেন। শুধু বিয়ের দিনই নয়, অন্যান্য বিশেষ দিনেও ডায়ানার মাথায় প্রায় সময় এই টায়রা দেখা যেত।

তবে আশ্চর্যের বিষয়, ‘স্পেনসার টায়রা’ নামে খ্যাতি পাওয়া সেই গয়না ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা যখন বিয়ে করেন, তাঁদের কারও মাথাতেই দেখা যায়নি। লেডি কিটি স্পেনসার ২০২১ সালে এবং লেডি অ্যামেলিয়া স্পেনসার ২০২৩ সালে বিয়ে করলেও তাঁরা স্পেনসার টায়রার বদলে অন্য গয়না বেছে নিয়েছিলেন। তবে তাঁদের মা ভিক্টোরিয়া লকউড অবশ্যর ১৯৮৯ সালে এই টায়রা পরে বিয়ে করেছিলেন। শেষবার ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেল এটি পরে বিয়ে করেন।

বর্তমানে এই টায়রা ডায়ানার ভাই আর্ল স্পেনসারের মালিকানায় আছে এবং ভবিষ্যতে তাঁর ছেলে কাউন্ট অলথরপের কাছে হস্তান্তর হবে বলে জানা গেছে।

ডায়ানার পুত্রবধূ কেট মিডলটন তাঁর বিয়েতে রানি এলিজাবেথের কাছ থেকে ধার নিয়েছিলেন ‘কার্টিয়ার হালো’ নামের একটি টায়রা। অন্য পুত্রবধূ মেগান মার্কেল পরে ছিলেন ‘কুইন মেরি ডায়মন্ড ব্যান্ডো টায়রা’। মেগান এখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছেন।

তবে ডায়ানার স্মৃতিকে দুই পুত্রবধূই অন্যভাবে ধরে রেখেছেন। কেট তাঁর এনগেজমেন্টে ডায়ানার বিখ্যাত নীল নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান প্রায়ই ডায়ানার কার্টিয়ার ঘড়িটি পরেন। ২০১৮ সালে বিয়ের রিসেপশনে তিনি পরেছিলেন একটি অ্যাকোয়ামারিন রিং, যা ডায়ানাকে উপহার দিয়েছিলেন তাঁর বন্ধু ও ব্রিটেনে নিযুক্ত সাবেক ব্রাজিলের রাষ্ট্রদূতের স্ত্রী লুসিয়া ফ্লেচা দে লিমা। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর এই আংটি ডায়ানা তাঁর এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে ব্যবহার করতেন। আর স্পেনসার টায়রাটি ব্রিটিশ রাজপরিবারের না হলেও প্রিন্সেস ডায়ানার স্মৃতি বহন করে এটি আজও আলোচিত।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন