হোম > বিশ্ব > ইউরোপ

গাজায় ইসরায়েলের উন্মত্ত হত্যাযজ্ঞ ৫০ বছরের সংঘাত উসকে দেবে: সাবেক ব্রিটিশ মন্ত্রী

গাজায় ইসরায়েল যে ‘উন্মত্ত হত্যাযজ্ঞ’ চালাচ্ছে তা আরও ৫০ বছর ধরে সংঘাত উসকে দেবে বলে সতর্ক করেছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালাস।

ব্রিটিশ এ রাজনীতিক দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ মেয়াদে দূরদর্শিতা হারাচ্ছেন। গাজায় ‘বর্বরোচিত ও নির্বিচার’ হামলা বন্ধ করার পরামর্শ দেন। 

তিনি বলেন, ‘তবে, যদি তাঁর মনে হয় হত্যার উন্মত্ততা পরিস্থিতিকে সংশোধিত করবে, তবে তিনি অত্যন্ত ভুল। তাঁর এ পদ্ধতিগুলো তাঁর সমস্যার সমাধান করবে না। প্রকৃত অর্থে, আমার মনে হয়, তাঁর এ কৌশলের কারণে এ সংঘাত আরও ৫০ বছর ধরে চলবে। তাঁর কর্মকাণ্ড বিশ্বজুড়ে মুসলিম তরুণদের উগ্রপন্থী করে তুলছে।’

ওয়ালেস বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন না কারণ তাঁর মনে হয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যুদ্ধ বিরতি ঘোষণা করতে প্রস্তুত নয়। 

‘আমি যা বলতে চাইছি তা হলো ইসরায়েলের এ বর্বরোচিত ও নির্বিচারে হামলার ধরন বন্ধ করা উচিত এবং হামাসের সঙ্গে ভিন্নভাবে লড়াই করা উচিত।’

উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের অভিজ্ঞতা থেকে ইসরায়েলকে শিক্ষা নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের পর দিন আসবে তা যেমন নিশ্চিত, তেমনি ইতিহাস আমাদের দেখায় যে উগ্রবাদের পরই আসে নিপীড়ন।’

তিনি আরও বলেন, ‘উত্তর আয়ারল্যান্ড আমাদের শিখিয়েছে, একটি দেশের অসম প্রতিক্রিয়া কোনো সন্ত্রাসী সংগঠনের সেরা সার্জেন্ট হিসেবে কাজ করতে পারে। গাজায় একেকদিন যা হচ্ছে তা আমাদের অনেককেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে।’

গাজায় মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে উদ্বেগ ক্রমেই বাড়ছে। তারা গাজায় অসম সহিংসতার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। তাদের ধারণা, এতে আন্তর্জাতিক আইন ভঙ্গের ঝুঁকি বাড়ছে।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা