হোম > বিশ্ব > ইউরোপ

১৮ মিনিটে চারটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর চারটি হেলিকপ্টার মাত্র ১৮ মিনিটে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গতকাল বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইউক্রেন বিমানবাহিনীর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ইউনিট বলেছে, বুধবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫৮ মিনিটের মধ্যে রাশিয়ার চারটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

ইউক্রেন বিমানবাহিনী সাংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কে-৫২ নামের একটি হেলিকপ্টার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। অন্যগুলো শত্রু লাইনের পেছনে বিধ্বস্ত হয়েছে। আরও দুটি হেলিকপ্টারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। ফলে ভূপাতিত হওয়া হেলিকপ্টারের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হেলিকপ্টারগুলো সম্ভবত দক্ষিণাঞ্চলের স্থল দখলকারী রুশ সৈন্যদের সাহায্য করতে যাচ্ছিল। তখন তাদের গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

এদিকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন দেশগুলো। গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনের তথ্য সংগ্রহব্যবস্থা উন্নত করতে শত শত এরিয়াল ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইতিমধ্যে ৬৪টি হাউইটজার কামান বন্দুক দিয়েছে। আরও ১৮টি দেবে বলে ঘোষণা দিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনকে টিকিয়ে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন, তা তাঁরা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, তিনিও কিয়েভকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবেন। 

নেদারল্যান্ডস বলেছে, তারা ইউক্রেনকে ১ কোটি ৫০ লাখ ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। 

অন্যদিকে কানাডা স্যাটেলাইট যোগাযোগ, ড্রোন ক্যামেরাসহ ৪ কোটি ৭০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

জার্মানি ইতিমধ্যে বেশ কয়েকটি অত্যাধুনিক আইআরআইএস-টি এসএলএম অস্ত্র ইউক্রেনকে দিয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট