পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরের কাছে একটি মানসিক হাসপাতালে রুশ বাহিনী হামলা করেছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এ হামলার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেগুবভ বলেছেন, ওই হাসপাতালে ৩৩০ জন রোগী ছিল। এদের মধ্যে ৭৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল। হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এই হামলাকে ‘বেসামরিকদের ওপর নৃশংস হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকাল থেকে ইউক্রেনের নতুন তিনটি শহরে হামলা করেছে রুশ বাহিনী। শহর তিনটি হচ্ছে পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাংকিভস্ক। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হয়েছেন।