হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চাইলেন জি–৭ নেতারা

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চেয়েছেন বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট জি–৭ এর নেতারা। বেশ কয়েক বছর আগে পুতিনের শার্টহীন  অবস্থায় ঘোড়ায় চড়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি স্মরণ করেই জি–৭ এর নেতাদের এমন কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও থেকে দেখা গেছে জি–৭ সম্মেলনের ফটোশ্যুটের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে রসিকতা করছেন।

বরিস জনসন এ সময় জি–৭ সম্মেলনের বাকি নেতাদের উদ্দেশে বলেন, ‘জ্যাকেট গায়ে থাকবে? নাকি থাকবে না? আমরা কি আমাদের কাপড় খুলে ফেলব? আমাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা পুতিনের চেয়েও শক্তপোক্ত।’ 

এ সময় ট্রুডো পুতিনের সেই ভাইরাল হওয়া ছবি নির্দেশ করে বলেন, ‘আমরাও খোলা বুকে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি।’ জবাবে বরিস জনসন আবার বলেন, ‘আপনি ঠিক বলেছেন! আপনি ঠিক বলেছেন! তাদের দেখিয়ে দিতে হবে আমাদেরও প্যাক আছে।’ 

এর আগে, ২০১৪ সালে ক্রিমিয়ায় অভিযান চালানোর অভিযোগে রাশিয়াকে জি–৮ থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে জি–৮ পরিণত হয় জি–৭ এ। জি–৭ ভুক্ত বর্তমান দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপান।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট