হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ না থামালে ক্ষয়ক্ষতি পোষাতে রাশিয়ার কয়েক প্রজন্ম লাগবে: জেলেনস্কি

শিগগিরই যুদ্ধ না থামালে এর ক্ষয়ক্ষতি পোষাতে রাশিয়ার কয়েক প্রজন্ম লাগবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। একইসঙ্গে নিরাপত্তা বিষয়ে রাশিয়ার সঙ্গে অর্থপূর্ণ ও বিস্তারিত আলোচনা চেয়েছেন তিনি। রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের ২৪ দিন হয়ে গেলেও উভয় পক্ষ এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি এই আহ্বান জানালেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আলোচনার এই আহ্বান এমন সময়ে এল যখন ইউক্রেনেরে সেনাবাহিনী রাশিয়ার আক্রমণ অনেকাংশে প্রতিহত করে দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে নির্বিচারে বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোরও অভিযোগ তোলা হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন সর্বদা শান্তির জন্য সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে এবং এই সময়ে কোনো দেরি না করেই শান্তি ও নিরাপত্তার বিষয়ে অর্থপূর্ণ ও বিস্তারিত ইতিবাচক আলোচনা চায়। অন্যথায়, যুদ্ধে রাশিয়ার এত ক্ষয়ক্ষতি হবে যে তা পুষিয়ে নিতে কয়েক প্রজন্ম লেগে যাবে।’ 

শনিবার ভোরে প্রকাশিত এক ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। বৈঠকের সময় এসেছে, কথা বলার সময় এসেছে। ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এত বেশি হবে যে, তা পুনরুদ্ধারে কয়েক প্রজন্ম সময় লাগবে।’ 

এ দিকে, বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্ব কর্তৃক আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি হুমকির মুখে পড়েছে। বহুজাতিক করপোরেশনগুলো রাশিয়া থেকে তাদের ব্যবসা প্রত্যাহার করে নিয়েছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থা সুইফট (SWIFT) থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে রাশিয়ার অর্থনীতি, মুদ্রা রুবল, শেয়ারবাজার নিম্নমুখী ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ মারাত্মক সংকটে রয়েছে।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে