ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র চেরনোবিলের কাছে দখল করা একটি শহর রুশ বাহিনী ছেড়ে গেছে বলে দাবি করেছেন শহরটির মেয়র। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র ইউরি ফোমিচেভ সোমবার এক ভিডিও বর্তায় বলেছেন, রুশ বাহিনী স্লাভ্যুটিচ শহর ছেড়ে গেছে।
গত শনিবার রুশ বাহিনী স্লাভ্যুটিচের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং মেয়রকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল। কিন্তু দখলদারদের বিরুদ্ধে শত শত ইউক্রেনীয় পতাকা নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে শুরু করলে রুশ বাহিনী মেয়কে ছেড়ে দেয়।
স্লাভ্যুটিচ শহরটি চেরনোবিল পারমাণবিক সাইটের কর্মীদের বসবাসকারী শহর হিসেবে পরিচিত। রুশ বাহিনী এই শহরের মেয়রকে আটক করার পর শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বার্তা সংস্থা এএফপিকে স্লাভ্যুটিচের মেয়র ইউরি ফোমিচেভ টেলিফোনে বলেন, ‘আমি মুক্তি পেয়েছি। শহরটির সব কার্যক্রম মোটামুটি ঠিক আছে।’