হোম > বিশ্ব > ইউরোপ

পোল্যান্ড সীমান্তের কাছে রুশ বিমান হামলায় নিহত ৩৪, আহত ১৩৪ 

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৫ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৩৪ জন। রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তা এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

রোববার ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি বৃহৎ সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটান ঘটে। ঘটনাস্থল পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৬০ বর্গ কিলোমিটারের এই অঞ্চলটি ইউক্রেনের পশ্চিমাংশের সবচেয়ে বড় প্রদেশ। 

ওই অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বলেছেন, ‘রাশিয়ার যুদ্ধবিমানগুলো ইয়াভোরিভ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে ৩০ টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন।’ 

এ দিকে, ন্যাটো তাঁর সদস্য দেশের সীমান্তের এত কাছে হামলা চালানোর বিষয়ে ক্রেমলিনের কাছে সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে। তবে ক্রেমলিন থেকে ন্যাটোর দাবির বিপরীতে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মুখপাত্র এক সংক্ষিপ্ত ভিডিও ব্রিফিংয়ে এই ধরনের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘রাশিয়া লভিভের নিকটবর্তী ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে হামলা করেছে। বিদেশি প্রশিক্ষকেরা এখানে কাজ করেন। হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ একই সঙ্গে হামলার সময় কোনো বিদেশি প্রশিক্ষক সেখানে ছিলেন কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছে মন্ত্রণালয় বলেও জানান রেজনিকভ।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস