হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে একদিনে রাশিয়ার ৭০ ক্ষেপণাস্ত্র, বিচ্ছিন্ন ৩ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 

ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী আরও বলেছে, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে বিমান থেকে বোমা হামলাও চালিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘সব মিলিয়ে ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যার মধ্যে ৫১ টিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

এদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই জাতীয় গ্রিড থেকে এখনো বিচ্ছিন্ন রয়েছে। দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার পর বিষয়টি জানিয়েছে।

ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা এনার্জোঅ্যাটম এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার আক্রমণের ফলে এখনো রিভেনস্কা, পিভদেনৌক্রাইনস্কা এবং ক্ষ্মেলনিৎস্কা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই এসব বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়েছে।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন