হোম > বিশ্ব > ইউরোপ

সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৮

এক দিনের ব্যবধানে সার্বিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন। 

শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএসের বরাতে এএফপি জানায়, বন্দুকধারী ব্যক্তি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় এবং পালিয়ে যায়। হামলাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। স্বজনদের খোঁজে আত্মীয়-স্বজনে হাসপাতালে ভিড় করছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিক হাসপাতাল পরিদর্শন করেছেন। 

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। 

সার্বিয়ায় প্রকাশ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটির অস্ত্র আইন বেশ কঠিন হওয়া সত্ত্বেও ইউরোপের সবচেয়ে বেশি বৈধ অস্ত্রের মালিক সার্বিয়ানরা। ৯০-এর দশকে রাজনৈতিক অস্থিরতার সময় পশ্চিমা বলকানদের কাছে হাজারো অবৈধ অস্ত্র ছিল। ২০১৯ সালে এক সমীক্ষায় দেখা গেছে, সার্বিয়ার ১০০ জনের মধ্য ৩৯ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত