হোম > বিশ্ব > ইউরোপ

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

ইউক্রেনে রুশ হামলায় সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া বিষয়ক জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করেছিল ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ। ভোটদানে বিরত ছিল চীনসহ ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। বিপক্ষে ভোট দেওয়া দেশ পাঁচটি হচ্ছে—রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। 

জাতিসংঘের ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিউপোল মুক্ত করার কথাও বলা হয়েছে। 

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি পাস হলেও তা মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও গত ২ মার্চ ইউক্রেনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। তখন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল ১৪১টি দেশ। সেই প্রস্তাবে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। 

গতকালের অধিবেশনে ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে আরেকটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তবে সে প্রস্তাব গৃহীত হয়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। গতকাল ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাস পূর্তি হয়েছে। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার