হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি ইউরোপীয় মিত্রদের

আজকের পত্রিকা ডেস্ক­

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। ছবি: এএফপি

ইউক্রেনের জন্য ইউরোপীয় মিত্রদেশগুলো ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ন্যাটো সদর দপ্তরে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের (ইউডিসিজি) বৈঠকে এই সাহায্যের ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের সামরিক সাহায্যের মধ্যে থাকবে বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য অস্ত্র।

ব্রাসেলসের বৈঠকে ইউডিসিজির ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যোগ দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত ছিলেন। তিনি এই সাহায্যের জন্য ইউক্রেনের মিত্রদের প্রশংসা করেন।

বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, বার্লিন আগামী চার বছরে ইউক্রেনকে ১১ বিলিয়ন ইউরো সাহায্য দেবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, এই সহায়তা মস্কোকে একটি শক্তিশালী সংকেত দেবে।

এ ছাড়া ব্রিটেন ও নরওয়ে যৌথভাবে ইউক্রেনের জন্য ৪৫ কোটি পাউন্ডের সাহায্য ঘোষণা দেয়। এই অর্থ রাডার, ট্যাংক ধ্বংসকারী মাইন, গাড়ি মেরামতের সরঞ্জাম আর লাখ লাখ ড্রোন ক্রয়ে ব্যয় করা হবে। এর আগে ব্রিটেন ইউক্রেনকে ৪৫০ কোটি পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। শুক্রবারের ঘোষণা সেটারই একটি অংশ।

বৈঠকে বিমান প্রতিরক্ষার ওপর জোর দেওয়া হয়। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, এ বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে ১০ হাজার গ্লাইড বোমা ফেলেছে। প্রতিদিন তারা ১০০টি আক্রমণ ড্রোন ছুড়ছে। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে এখন ড্রোনের আঘাতে ৭০-৮০ শতাংশ মানুষ হতাহত হচ্ছে। এটি গোলাবারুদের চেয়ে বেশি।’

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ইউরোপের সাহায্যের জন্য ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের উপস্থিতি প্রমাণ করে, যুক্তরাষ্ট্রও আমাদের পাশে আছে।’

ইউরোপের তিন প্রতিরক্ষামন্ত্রী—জন হিলি, বরিস পিস্টোরিয়াস এবং রুস্তেম উমেরভ রাশিয়ার ওপর যুদ্ধবিরতি বিলম্বিত করার অভিযোগ তোলেন। হিলি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি প্রস্তাব গত মাসে রাশিয়া প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, রাশিয়া এখনো শান্তিতে আগ্রহী নয়।

এদিকে, ইউরোপে যখন এই আলোচনা চলছিল, তখন ক্রেমলিনে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য ছিলেন মার্কিন দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এবং উইটকফ যুদ্ধ নিয়ে আলোচনা করবেন, তবে কোনো ‘অগ্রগতি’ আশা করা উচিত নয়।

প্রায় তিন বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সুমি অঞ্চলের জুরাভকা গ্রাম দখল করার দাবি করেছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো এটি নিশ্চিত করেননি।

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের