হোম > বিশ্ব > ইউরোপ

দ্রুত গলছে আল্পসের বরফ, সীমান্ত নিয়ে নতুন সংকট 

ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে। 

এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। 

এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট