হোম > বিশ্ব > ইউরোপ

ভ্যাটিকান সামিটে নারী নেতৃত্বের প্রশংসা, তবে যাজক করতে আপত্তি

সিনোড অব বিশপস সম্মেলনে উপস্থিত কার্ডিনাল, বিশপ ও অন্যান্যরা। ছবি: ভ্যাটিকান

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ কর্তৃপক্ষ ভ্যাটিক্যান সিটিতে সম্প্রতি একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে গির্জায় নারীদের আরও নেতৃত্বের ভূমিকায় আনার আহ্বান জানানো হয়েছে। তবে নারীদের যাজক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আপত্তি উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৬ অক্টোবর অর্থাৎ, গতকাল শনিবার ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত ‘সিনোড অব বিশপস’—শীর্ষক সম্মেলনের শেষ দিন ছিল। এতে ১১০ টিরও বেশি দেশের কার্ডিনাল, বিশপ এবং সাধারণ মানুষসহ প্রায় ৩৬৮ জন সদস্য অংশ নেন। যাদের মধ্যে প্রায় ৬০ জন নারী। পোপ ফ্রান্সিস এই মাসব্যাপী সম্মেলনে বিশ্বব্যাপী ক্যাথলিক গির্জার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আহ্বান করেন।

গির্জায় নারীদের ভূমিকা বৃদ্ধি করতে চাওয়া সমর্থকেরা আশা করেছিলেন যে, এই সম্মেলন নারীদের ডিকন (পাদরি বা যাজকের সহযোগী) হিসেবে নিয়োগের জন্য আহ্বান জানানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘গির্জার নেতৃত্বে নারীদের ভূমিকা পালনে কোনো বাধা থাকা উচিত নয়।’

ক্যাথলিক ঐতিহ্য অনুসারে, বর্তমানে গির্জাগুলোতে কেবল পুরুষেরা যাজক হতে পারেন। প্রয়াত পোপ দ্বিতীয় জন পল ঘোষণা করেছিলেন যে, চার্চের নারীদের যাজক হিসেবে অভিষিক্ত করার কোনো অধিকার নেই। তবে চার্চের ঐতিহাসিকদের মতে, এমনও ইতিহাস আছে যে, আগের শতাব্দীগুলোতে নারীরা ডিকন হিসেবে কাজ করতেন। যাজকদের মতো না হলেও ডিকনরা পাদরি বা যাজকদের মতো বেশ কিছু সুবিধা ভোগ করতেন। তবে তারা, প্রার্থনার কোনো কাজ করতে পারেন না।

বর্তমান পোপ ৮৭ বছর বয়সী ফ্রান্সিস নারীদের ডিকন হিসেবে অভিষিক্ত করার বিষয়ে গবেষণা করার জন্য ভ্যাটিকানে দুটি কমিশন গঠন করেছেন। এই বিষয়টি অনুষ্ঠিত হয়ে যাওয়া সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এই বিষয়ে আরও গবেষণার জন্য তিনি কমিশনকে নির্দেশ দিয়েছেন। যারা আগামী বছরের জুনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার