হোম > বিশ্ব > ইউরোপ

খাদ্যসংকটই পরবর্তী মহামারি ডেকে আনতে পারে

বিশ্বের ক্রমবর্ধমান খাদ্যসংকটই পরবর্তী মহামারি ডেকে আনতে পারে। বিশেষ করে বিশ্বের বর্তমান খাদ্যসংকট কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতি ডেকে আনতে পারে। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়ার নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান হারে খাদ্যদ্রব্য এবং জ্বালানির মূল্য বাড়তে থাকায় বিশ্বে এর প্রভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছে। 

পিটার স্যান্ডস আরও বলেছেন, খাদ্যসংকট দুই পদ্ধতিতে কাজ করতে পারে। এর মধ্যে একটি হলো সরাসরি ক্ষুধায় মানুষের মৃত্যু। তবে দ্বিতীয়টি আরও ভয়াবহ। কেননা, খাদ্যসংকটের কারণে কয়েক কোটি মানুষ পর্যাপ্ত পুষ্টি পাবে না। ফলে, তারা বিদ্যমান সাধারণ রোগ প্রতিরোধ করতেই সমর্থ হবে না। 

পিটার স্যান্ডস বলেছেন, আগামী দিনে মহামারি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিগত মহামারি থেকে যেসব শিক্ষা নেওয়া হয়েছে তাতে সীমাবদ্ধ থাকার মতো ‘ক্ল্যাসিক’ ভুল করা ঠিক হবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিকেও আমলে নিতে হবে। 

অপুষ্টিতে ভোগার কারণে ভবিষ্যতে কেবল রোগ-জীবাণু নতুন লক্ষণ নিয়ে হাজির হবে, বিষয়টা এত সহজ নয় উল্লেখ করে পিটার স্যান্ডস বলেন, আগামী দিনে কেবল নতুন লক্ষণ নিয়ে নতুন ধরনের জীবাণু হাজির হবে বিষয়টি এমন নয় বরং এটি আরও ভয়াবহ হবে। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস