হোম > বিশ্ব > ইউরোপ

খাদ্যসংকটই পরবর্তী মহামারি ডেকে আনতে পারে

বিশ্বের ক্রমবর্ধমান খাদ্যসংকটই পরবর্তী মহামারি ডেকে আনতে পারে। বিশেষ করে বিশ্বের বর্তমান খাদ্যসংকট কোভিড-১৯ মহামারির মতো পরিস্থিতি ডেকে আনতে পারে। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়ার নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান হারে খাদ্যদ্রব্য এবং জ্বালানির মূল্য বাড়তে থাকায় বিশ্বে এর প্রভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। গত মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছে। 

পিটার স্যান্ডস আরও বলেছেন, খাদ্যসংকট দুই পদ্ধতিতে কাজ করতে পারে। এর মধ্যে একটি হলো সরাসরি ক্ষুধায় মানুষের মৃত্যু। তবে দ্বিতীয়টি আরও ভয়াবহ। কেননা, খাদ্যসংকটের কারণে কয়েক কোটি মানুষ পর্যাপ্ত পুষ্টি পাবে না। ফলে, তারা বিদ্যমান সাধারণ রোগ প্রতিরোধ করতেই সমর্থ হবে না। 

পিটার স্যান্ডস বলেছেন, আগামী দিনে মহামারি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বিগত মহামারি থেকে যেসব শিক্ষা নেওয়া হয়েছে তাতে সীমাবদ্ধ থাকার মতো ‘ক্ল্যাসিক’ ভুল করা ঠিক হবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিকেও আমলে নিতে হবে। 

অপুষ্টিতে ভোগার কারণে ভবিষ্যতে কেবল রোগ-জীবাণু নতুন লক্ষণ নিয়ে হাজির হবে, বিষয়টা এত সহজ নয় উল্লেখ করে পিটার স্যান্ডস বলেন, আগামী দিনে কেবল নতুন লক্ষণ নিয়ে নতুন ধরনের জীবাণু হাজির হবে বিষয়টি এমন নয় বরং এটি আরও ভয়াবহ হবে। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ