হোম > বিশ্ব > ইউরোপ

‘বন্দুকের নলের মুখে কর্মীদের কাজ করতে বাধ্য করা হয়েছে’

ইউক্রেনে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া দখলে নেওয়ার পর রুশ সেনারা বিদ্যুৎকর্মীদের দিকে অস্ত্র তাক করে কাজ চালিয়ে যেতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি বলেন, ‘শুক্রবার জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করার পর সেখানকার কর্মীদের অস্ত্রের মুখে কাজ করতে বাধ্য করা হয়েছে। আমরা জাপোরিঝিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পর এ তথ্য জানতে পেরেছি।’ 

রাফায়েল গ্রসি রুশ সেনাদের অনুরোধ করে বলেন, বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী কর্মীদের তারা যেন বিশ্রামের সুযোগ দেন। কর্মীদের শিফট অনুযায়ী কাজ করতে সুযোগ দেওয়ারও অনুরোধ করেছেন রাফায়েল গ্রসি। তিনি বলেন, ‘কর্মীদের নিরাপদে কাজ করতে দেওয়ার সুযোগ দিতে হবে।’ 

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলকারী রুশ বাহিনী এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী ইউক্রেনীয় কর্মীদের মধ্যে একটি ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতি’ বিরাজ করছে বলে মন্তব্য করেন আইএইএ প্রধান। তিনি বলেন, ‘এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী করা উচিত নয়।’ 

ইউক্রেনের পাওয়ার প্ল্যান্টের তত্ত্বাবধানকারী সংস্থা এনারগোয়াতমের বিবৃতি উল্লেখ করে আইএইএ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক প্রকৌশলীদের তাদের কাজের শিফট পরিবর্তন করার অনুমতি দেওয়া হয়েছে। 

গত শুক্রবার তীব্র গোলাগুলির পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রুশ সেনাবাহিনী। এর পরদিন শনিবার রুশ সেনারা ইউক্রেনের আরও একটি পারমাণবিক কেন্দ্র দখল করে বলে জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেছেন, কিয়েভ থেকে ২০০ মাইল দক্ষিণের ইউঝোউক্রেনস্ক পাওয়ার স্টেশন দখল করেছে রাশিয়া। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার