হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জেলেনস্কির

শীতের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে মিত্র দেশগুলোকে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ আগ্রাসন শুরুর পর গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে প্রথমবারের মতো সফরে গিয়ে জেলেনস্কি এই আহ্বান জানান।

জোটের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ও জেলেনস্কি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় জেলেনস্কি বলেন, ‘আগামী শীতে কীভাবে বেঁচে থাকা যায়, তা আমাদের জন্য বড় বিষয়। এ জন্যই আমি আজ এখানে।’

ইসরায়েলে হামাসের হামলার পর ইউক্রেনের প্রধান মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রতি মনোযোগ কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করেছিলেন ভলোদিমির জেলেনস্কি।

এই আশঙ্কা থেকে বিমান প্রতিরক্ষা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি আবেদন করেছিলেন তিনি।

রাশিয়ার শীতকালীন আক্রমণ থেকে ইউক্রেনকে সাহায্য করার জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ কিয়েভের জন্য ২০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন ডিভেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। তিনি বলেন, যত দিন ইউক্রেনের প্রয়োজন, তত দিন দেশটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি শাটডাউন এড়াতে স্বল্পমেয়াদি তহবিল জোগানের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ মুহূর্তে গিয়ে ফেডারেল শাটডাউন এড়ায় যুক্তরাষ্ট্র সরকার। এতে ইউক্রেনকে সহায়তার বিষয়টি বাদ পড়েছিল। এরপর ওয়াশিংটনের পক্ষ থেকে অস্ত্রসহায়তার এই ঘোষণা এলো।

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন