রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ইতিমধ্যে ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ এক টুইটারবার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
আনাতোলি গ্লাজ টুইটারে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রতিনিধিদলের পৌঁছার অপেক্ষায় রয়েছি।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, বেলারুশের ইউক্রেন সীমান্তের একটি স্থানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম শান্তি আলোচনার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের পাঁচ দিন পর এ শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনালাপের পর এ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন।