হোম > বিশ্ব > ইউরোপ

অভিন্ন শরণার্থীনীতি গ্রহণ করতে পারে ইইউ

ডয়চে ভেলে

চলতি সপ্তাহেই অভিন্ন শরণার্থীনীতির প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নে ঐকমত্যের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ তবে ইউরোপের বহির্সীমানায় কড়াকড়ি বাড়ানোর পরিকল্পনার সমালোচনাও বাড়ছে ৷ স্থানীয় সময় বৃহস্পতিবার ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে৷

বহু বছর ধরে শরণার্থীদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ৷ ২০১৫ সালে মূলত সিরিয়া যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করার পর থেকে ইইউ দিশাহারা হয়ে পড়েছে ৷ বিশেষ করে ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশগুলোর জন্য সেই সংকট বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে ৷ অথচ শরণার্থীদের প্রশ্নে ইইউ এখনো কোনো সাধারণ নীতি সম্পর্কে ঐকমত্যে আসতে পারেনি৷ বিশেষ করে পূর্ব ইউরোপের অনেক দেশ শরণার্থীদের ন্যায্য বণ্টনের বিরোধিতা করে এসেছে ৷ জার্মানি, ফ্রান্স ও সুইডেনের মতো দেশ আর একাই সেই বোঝা কাঁধে নিতে চাইছে না৷ ফলে কিছু বিচ্ছিন্ন পদক্ষেপের মাধ্যমে কোনো রকমে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে ৷ অবশেষে চলতি সপ্তাহেই এ ক্ষেত্রে ঐকমত্যের সম্ভাবনা দেখা দিয়েছে।

ইইউ অভিবাসন কমিশনার ইভা ইয়োহান্সসন মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে বলেন, একসঙ্গে কাজ করলে তবেই ইউরোপ শক্তিশালী হতে পারে ৷ মানবিক অথচ কড়া পন্থায় অভিবাসন সামলানো গেলে তবেই সবার সুবিধা হবে ৷ তবে সম্ভাব্য বোঝাপড়ার আওতায় ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এখনো শরণার্থীদের ন্যায্য বণ্টন মেনে নিতে প্রস্তুত নয় ৷ বিশেষ করে পূর্ব ইউরোপের অনেক দেশের পপুলিস্ট সরকার বহিরাগতদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করে আসছে ৷ ফলে আপস হিসেবে তারা শরণার্থী পরিস্থিতি সামলাতে অর্থ বা লোকবল দিতে সম্মতি জানাতে পারে ৷ সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমানায় রাজনৈতিক আশ্রয়ের আবেদনের প্রাথমিক মূল্যায়নের নিয়ম চালু করার বিতর্কিত প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে ৷

ইয়োহান্সসন বলেন, এ যাত্রায়ও ঐকমত্য সম্ভব না হলে আখেরে সবারই ক্ষতি হবে ৷ 

শেষ পর্যন্ত ইইউর সব সদস্য দেশ সাধারণ শরণার্থীনীতি মেনে নিলেও এমন আপস-মীমাংসার সমালোচনা করছে অক্সফামের মতো অনেক সংগঠন ৷ তাদের মতে, ইউরোপকে দুর্গের মতো অভেদ্য করে তুলে শরণার্থীদের বাইরে রাখার চেষ্টা চলছে ৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নিজের সবুজ দলের মধ্যেও সমালোচনার জবাবে বলেন, তিনি নিজে সীমান্তের প্রক্রিয়াকে সঠিক পথ মনে না করলেও শরণার্থীদের ন্যায্য বণ্টনের ক্ষেত্রে আপাতত এ ছাড়া অন্য কোনো উপায় নেই ৷

উল্লেখ্য, জার্মানির ডেয়ার স্পিগেল পত্রিকা জানিয়েছে, সবুজ দলের প্রায় ৭৩০ জন সদস্য এক চিঠিতে দলের শীর্ষ রাজনৈতিক নেতাদের কাছে ইইউ শরণার্থী আইনের প্রস্তাবিত সংস্কারের সমালোচনা করেছেন ৷

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা