রাশিয়ার নিরাপত্তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার এক ভিডিওবার্তায় তিনি এই কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পশ্চিমা বিশ্ব যখন রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ নিয়ে চরম শঙ্কার মুখোমুখি তখন রুশ প্রেসিডেন্ট দেশটির সৈন্যদের উদ্দেশ্যে পাঠানো ওই ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করতে যাচ্ছে’ এমন সতর্কবার্তার মাত্র কয়েক ঘণ্টার পুতিন এই ঘোষণা দিলেন।
ভিডিও বার্তায় পুতিন ইউক্রেন সমস্যা নিয়ে রাশিয়া আন্তরিক সংলাপের জন্য উন্মুক্ত বলে জানান। প্রতিবছরের ২৩ ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দা ফাদারল্যান্ড ডে উদ্যাপন করে রাশিয়া। ওই দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় পুতিন এমনটি জানান।
ভিডিওতে রাশিয়ান সেনাদের প্রশংসা করে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম যে সেনারা দেশের জাতীয় স্বার্থে দাঁড়াবে।
রাশিয়ার সেনারা এখনো ইউক্রেন সীমান্তের কাছেই রয়েছে। বেসরকারি মার্কিন কোম্পানি স্যাটেলাইট ম্যাক্সার টেকনোলজিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায় রাশিয়া নতুন করে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে।