হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন যুদ্ধের কমান্ডারকে সরিয়ে নতুন নিয়োগ দিলেন পুতিন

ইউক্রেনে যুদ্ধ পরিচালনাকারী শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাঁকে অপসারণ করে তাঁর জায়গায় চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইউক্রেনে রুশ যোদ্ধাদের একের পর এক পিছু হটা এবং ইউক্রেনের অগ্রগতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন এই রদবদল ঘটালেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। 

জেনারেল গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পদে রয়েছেন। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রাশিয়ান চিফ অব জেনারেল স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। 

অন্যদিকে কমান্ডারের দায়িত্ব থেকে সদ্য অপসারিত জেনারেল সুরোভিকিন সিরিয়ায় রাশিয়ার অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ পূর্ববর্তী যুদ্ধগুলোতে নৃশংস কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে পরিচিত ছিলেন। 

গত বছরের অক্টোবরে জেনারেল সুরোভিকিনকে ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ইউক্রেনের শক্তিশালী অবকাঠামোগুলো ধ্বংস করে নজির স্থাপন করেছিলেন। তবে তাঁর সময়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার করা হয়। এটিকে ইউক্রেন তাদের অন্যতম সাফল্য হিসেবে প্রচার করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জেনারেল সুরোভিকিনকে অপসারণ করার উদ্দেশ্য হচ্ছে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে রুশ বাহিনীর আক্রমণ উন্নত করা। 

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সোলেদারের দখল নিয়ে ইউক্রেনের সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ বাহিনীর। এ লড়াইয়ের মধ্যেই কমান্ডার পরিবর্তন করে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, এতে জেনারেল সুরোভিকিন আরও শক্তিশালী হয়ে উঠবেন। 

সামরিক বিশ্লেষক রব লি এক টুইটার পোস্টে বলেছেন, ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে সুরোভিকিন খুব শক্তিশালী হয়ে উঠছিলেন। তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে বাদ দিয়েই সরাসরি পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলাপ করতেন। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট