হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়াল সরকার, ঘণ্টায় ১৯০০ টাকা

ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। ছবি: সংগৃহীত

সর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। আগামী বছরের এপ্রিল থেকে এই নতুন সর্বনিম্ন মজুরি কার্যকর হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র‍্যাচেল রিভস আজ বুধবার এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন ঘোষণা অনুসারে, আগামী বছরের এপ্রিল থেকে ব্রিটেনে সর্বনিম্ন মজুরি আগের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়াবে ১২ দশমিক ২১ পাউন্ডে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০০ টাকা। এর ফলে ব্রিটেনে কর্মীদের বছরে আয় বাড়বে প্রায় ১ হাজার ৪০০ পাউন্ড বা ২ লাখ ১৭ হাজার টাকার বেশি।

অর্থমন্ত্রী রিভস ন্যূনতম মজুরি বৃদ্ধি প্রসঙ্গে বলেছেন, এই পদক্ষেপ ব্রিটিশ কর্মীদের জন্য ‘বাস্তবিক জীবনযাত্রার মানসম্মত মজুরি’ প্রদানে লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, ব্রিটেনে ১৮–২০ বছর বয়সী যারা কাজ করেন তাঁদের ন্যূনতম মজুরি হবে ১০ পাউন্ড বা ১ হাজার ৫৫০ টাকা।

ব্রিটিশ সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এ বিষয়ে বলেছেন, ‘কোনো একটি দিনে একজন লোক যথাযথভাবে যে কাজ করেন, তার জন্য তিনি সেই অনুসারে যথাযথ মজুরি পাওয়ার যোগ্য। আমাদের এসব পরিবর্তন নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়তা করবে।’

এ ছাড়া, ব্রিটিশ সরকারের নতুন এই ঘোষণা অনুসারে, আগামী বছরের এপ্রিল থেকে শিক্ষানবিশ এবং ১৬-১৭ বছর বয়সীরা কাজের জন্য ঘণ্টায় সর্বনিম্ন মজুরি পাবে ৭ দশমিক ৫৫ পাউন্ড বা ১ হাজার ১৭১ টাকা। আগামী বছরের এপ্রিল থেকে মোট ৩৫ লাখ ব্রিটিশ মজুরি বৃদ্ধির সুফল ভোগ করবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট