হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে বিমান হামলায় ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

ইউক্রেনের খারখিভ শহরে রুশ বাহিনীর বোমা হামলায় নবীন শেখরপ্পা নামে ভারতীয় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনে মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ভারতের কর্ণাটকের হাভেরীতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

খারখিভে শিক্ষার্থীদের কো-অর্ডিনেটর পূজা প্রহারাজ এনডিটিভিকে বলেছেন, ‘প্রবীন খারখিভের গভর্নর হাউসের পাশে থাকত। সে খাবারের জন্য একটি লাইনে দাঁড়িয়েছিল। ওই সময় হঠাৎ গভর্নর হাউসে বিমান হামলায় সেটি ধ্বংস হয়ে যায় এবং নবীন মারা যায়।’

পূজা প্রহারাজ বলেন, বিস্ফোরণের পর নবীনকে কল করা হলে, একজন ইউক্রেনীয় নারী নবীনের ফোন থেকে কল রিসিভ করে বলেন, এই ফোনটির মালিককে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় দূতাবাস শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিককে যেকোনোভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ ত্যাগ করার অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ভারতীয় এক শিক্ষার্থী ইউক্রেনের খারখিভে বোমা হামলায় মারা গেছে। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

টুইটে আরও বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিকেরা এখনো ইউক্রেনের খারকিভ এবং অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের শহরগুলিতে রয়েছেন, তাদের নিরাপদে সরিয়ে নিতে পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের ডেকেছেন। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার