হোম > বিশ্ব > ইউরোপ

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া 

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে। 

গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে। 

এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন। 

এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম