হোম > বিশ্ব > ইউরোপ

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া 

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে। 

গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে। 

এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন। 

এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট