হোম > বিশ্ব > ইউরোপ

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া 

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম। স্থানীয় সময় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিম আগামী ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বরের ২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। গ্যাজপ্রমের দেওয়া তথ্য অনুযায়ী, পাইপলাইনটির মেরামত কাজের জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে। 

গ্যাজপ্রম বিবৃতিতে বলেছে, ‘প্রতি ১০০০ ঘণ্টা পরপর পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং এ কারণেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার তরফ থেকে এই সরবরাহ বন্ধ এরই মধ্যে গ্যাস সংকটে থাকা ইউরোপে গ্যাসের সংকটকে আরও তীব্র করবে। 

এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে আসন্ন শীতে তীব্র গ্যাস সংকটের শুরু হতে যাচ্ছে। জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূর্ণ করা। তবে এটি এখন কোনোভাবেই সম্ভব নয়।’ আগামী নভেম্বরের মধ্যে দেশটির মোট গ্যাস চাহিদার বিপরীতে মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল তাও ব্যর্থ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিন। 

এর আগে, গ্যাস সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেসময় দেশটির গ্যাসের মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও এর আর পরিকল্পনা অনুযায়ী আগানো সম্ভব হয়নি। এ জন্য কিছু গ্যাস মজুত ডিপোগুলোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুলার

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা