হোম > বিশ্ব > ইউরোপ

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান একটা ভয়াবহ সিদ্ধান্ত: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি। 

বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন। 

ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’ 

তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’ 

এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট