হোম > বিশ্ব > ইউরোপ

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদান একটা ভয়াবহ সিদ্ধান্ত: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি। 

বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন। 

ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’ 

তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’ 

এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন