হোম > বিশ্ব > ইউরোপ

খোঁজ নিন আপনাদের ছেলেরা কোথায়: রুশ মায়েদের প্রতি জেলেনস্কি

রুশ মায়েদের প্রতি তাঁদের ছেলেদের ইউক্রেনে যুদ্ধে পাঠানো থেকে বিরত রাখতে অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি রুশ মায়েদের প্রতি এই আহ্বান জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

টেলিগ্রামে প্রকাশিত ওই ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি রাশিয়ান মায়েদের, বিশেষ করে যাদের সন্তান রাশিয়ার সেনাবাহিনীতে চাকরিরত তাঁদের কাছে আবারও বলতে চাই, আপনাদের সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না।’ 

জেলেনস্কি আরও বলেন, ‘আপনার ছেলে কোথায় আছে তা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। যদি আপনার সামান্য সন্দেহও হয় যে—আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে তাহলে অবিলম্বে তাঁদের সেই কাজ থেকে বিরত করুন। যাতে তাঁকে যুদ্ধক্ষেত্রে হত্যা বা বন্দী করা না হয়।’ 

জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘ইউক্রেন কখনই এই ভয়াবহ যুদ্ধ চায়নি, ভবিষ্যতেও চায় না। তবে আমরা অবশ্যই আত্মরক্ষায় যা করা প্রয়োজন তা অবশ্যই করব। 
 
এ দিকে, রাশিয়ার সেনাবাহিনীর হাতে আটক ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রের মুক্তি চেয়েছেন দেশির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি রুশ সশস্ত্রবাহিনীর হাতে আটক মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘গতকাল দখলদাররা মেলিতোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তাঁর মুক্তি দাবি করছে। আমাদের দাবি খুবই সহজ, অবিলম্বে তাঁর মুক্তি চাই।’

ফেদোরভের আটকের পরপরই রাশিয়া সমর্থিত স্ব-ঘোষিত স্বাধীন অঞ্চল লুহানস্কের আঞ্চলিক কৌঁসুলি দাবি করেন, ‘মেলিতোপোলের মেয়র ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর অপরাধের তদন্ত চলছে।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট