হোম > বিশ্ব > ইউরোপ

দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের পদত্যাগ 

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সেবাস্তিয়ান কুর্জের পিপলস পার্টির (ওইভিপি) সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় অস্ট্রিয়ান পুলিশ। এ ঘটনার পরই কুর্জসহ তাঁর দলের ৯ জনের ওপর পদত্যাগের চাপ শুরু হয়। 

তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে সেবাস্তিয়ান কুর্জ। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে একটি ট্যাবলয়েডে ইতিবাচক খবর ছাপাতে চেয়েছিল কুর্জ। 

চলতি সপ্তাহে সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই অস্ট্রিয়ান কোয়ালিশন সরকারের অন্যতম সহযোগী দল দ্য গ্রিনস কুর্জের বিরোধিতা শুরু হয়। দলটি অস্ট্রিয়ার বিরোধী দলের সঙ্গে বৈঠক শুরু করে। কুর্জের পদত্যাগের আগে অস্ট্রিয়ান বিরোধী দলগুলো আগামী সপ্তাহে চ্যান্সেলরের দুর্নীতির ইস্যুতে আস্থা ভোটের হুমকি দিয়েছিল। 

এদিকে কুর্জের পদত্যাগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল গ্রিনস। এর পাশাপাশি অস্ট্রিয়ান ভাইস চ্যান্সেলর ওয়ার্নার কগলারও কুর্জের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন