নেদারল্যান্ডসে জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে পরিবেশকর্মীদের বিক্ষোভ জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২ হাজার ৪০০ জনকে আটক করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সড়ক আটকে কর্মসূচি না করতে সরকারি সতর্কবার্তা উপেক্ষা করে ১০ হাজারের বেশি মানুষ মহাসড়ক ধরে হেগের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। ফলে পুলিশ তাঁদের যাত্রায় বাধা দেয়, এক পর্যায়ে জলকামান ব্যবহার করে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, তারা কিশোরসহ ২ হাজার ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিক্ষোভে লাখো কণ্ঠে স্লোগান দেয়, ‘সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ছে, সঙ্গে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরও।’ বিক্ষোভে সব বয়সের মানুষ যোগ দেয়।