হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভ সফররত তিন দেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় জেলেনস্কি

 ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। স্থানীয় সময় মঙ্গলবার একটি বিশেষ ট্রেনে করে ওই তিন নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে সাক্ষাৎ করতে কিয়েভ পৌঁছান। তিন দেশের প্রধানমন্ত্রীর কিয়েভ সফরকে ‘সমর্থনের শক্তিশালী চিহ্ন’ বলে প্রশংসা করেছেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এই টুইটে ওই তিন প্রধানমন্ত্রীকে ‘সত্যিকারের বন্ধু’ আখ্যা দিয়ে তাঁদের সাহসের প্রশংসা করে লিখেন, ‘প্রধানমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে কিয়েভ এসেছিলেন।’ 

শ্যামিহাল তাঁর টুইটে আরও লিখেন, তাঁরা (তিন দেশের প্রধানমন্ত্রী) ইউক্রেনকে সমর্থন ও রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। 

পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি তাঁর সফরসঙ্গী প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনারত একাধিক ছবি টুইট করে লিখেছেন, ‘এটিই সেই যুদ্ধ-বিধ্বস্ত কিয়েভ, এখানে ইতিহাস তৈরি হচ্ছে। এটি সেই জায়গা এখানেই অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ফিরে আনার চেষ্টা চলছে। এখানেই আমাদের সকলের ভবিষ্যৎ ঝুলে আছে।’ 

এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের কিয়েভে এক বৈঠকে স্বাগত জানিয়েছেন।

জেলেনস্কি তাঁর টেলিগ্রাম চ্যানেলে বৈঠকের দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন তাতে বলেছেন, ‘ইউক্রেনের এই কঠিন সময়ে কিয়েভে আপনাদের “সফর সমর্থনের একটি শক্তিশালী চিহ্ন”। আমরা আন্তরিকভাবে এর প্রশংসা করি।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট