ঘণ্টায় ১৯৬ কিলোমিটার বেগে ব্রিটেন ও আয়ারল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী আটলান্টিক ঝড় ইউনিস। আজ শুক্রবার ব্রিটেনের আবহাওয়া অফিস থেকে লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছপালা ও প্রধান প্রধান সড়ক। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। লন্ডনে বাতিল করা হয়েছে ৬৪টি ফ্লাইট। ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বন্ধ রয়েছে। ফ্লাইট ও ফেরি বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদ ফ্রাঙ্ক সন্ডার্স বলেন, ‘আমরা তখনই লাল সতর্কতা জারি করি, যখন আমরা মনে করি প্রাণহানির ঝুঁকি থাকে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ঝড়ের ক্ষতি মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনবাসীকে বাসায় থাকার অনুরোধ জানিয়েছেন।