হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন সংকট নিরসনে মধ্যস্থতা করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী 

ইউক্রেন সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতা করার প্রস্তাব দেন। 

ক্রেমলিনের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই মধ্যস্থতার প্রস্তাব নিয়ে টেলিফোন করেছেন বলে জানানো হয় ক্রেমলিনের পক্ষ থেকে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুতিন বেনেটকে জানিয়েছেন—রাশিয়া বেলারুশের গোমেলে ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ছিল। এ জন্য তাঁরা একটি প্রতিনিধি দলও পাঠিয়েছিল। কিন্তু কিয়েভ সুযোগটি হেলায় হারিয়েছে। তাঁরা ‘অনিচ্ছা প্রদর্শন করে সুযোগটি গ্রহণ করেনি’। 

এ দিকে ইউক্রেন হামলা করায় রাশিয়াকে ‘উচ্চমূল্য’ দিতে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। রোববার জার্মানির আইনপ্রণেতাদের সঙ্গে এক আলোচনা সভায় শলৎস এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

ওই আলোচনায় শলৎস আরও বলেন, তাঁর দেশ তাঁদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করবে। শলৎস জানিয়েছেন, তাঁর সরকার দেশটির মোট জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে জার্মান সেনাবাহিনীর আধুনিকায়ন ও আধুনিক অস্ত্রে সজ্জিত করতে। 

ইউক্রেনে রুশ হামলা ঘৃণ্য আখ্যা দিয়ে শলৎস বলেন, “ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা একটি ‘ঘৃণ্য’ বিষয়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই হামলাকে কোনোভাবেই ন্যায়সংগত বলা যায় না।’ 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার