রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের কাছেই রুশ সেন মহড়া শুরু হয়েছে। রাশিয়ার রোস্তোভ , ক্রাসনোদা ও দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে প্রায় ছয় হাজার সেনা ও ৬০টি যুদ্ধ বিমান মহড়ায় অংশ নিয়েছে। রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এই সামরিক মহড়া শুরু হলো।
কত দিন এই মহড়া চলবে তা নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, শিগগিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। যদিও রাশিয়া পশ্চিমাদের এই দাবি অস্বীকার করেছে।